কাতারে সড়ক দুর্ঘটনায় বোয়ালখালীর যুবকের মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি | বুধবার , ২৪ ডিসেম্বর, ২০২৫ at ৫:৫০ পূর্বাহ্ণ

কাতারে সড়ক দুর্ঘটনায় ইফতেখারুল ইসলাম রিপন (৩৪) নামে বোয়ালখালীর এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার কাতার সময় ভোর ৭টার দিকে কাতারের বরকতুল আমিন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিপন বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদন্ডী শরীফপাড়া এলাকার মৃত আবদুল গফুর শরীফের ছেলে।

সূত্রে জানা যায়, সকালে নাস্তা করতে বাসা থেকে বের হন রিপন। দোকানে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় তাকে দ্রুতগতির একটি গাড়ি ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পান রিপন। তাকে উদ্ধার করে হামাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রিপন কাতারে একটি ক্লিনার কোম্পানিতে চাকরি করতেন।

রিপনের বন্ধু ও আত্মীয়স্বজনরা জানান, দুই ভাই, এক বোনের মধ্যে রিপন ছিলেন সবার বড়।

শান্ত প্রকৃতির ছেলে ছিলেন। সবার সাথে ভালো ব্যবহার করতেন। কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। ১৯ মাস আগে পাড়ি জমিয়েছিলেন কাতারে। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধজেলা রোভার মুটে রোভার স্কাউটদের জন্য ক্যারিয়ার কম্পাস প্রোগ্রাম
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ইসলামী ব্যাংকিং ও আধুনিক ব্যবসা শীর্ষক সেমিনার