কাতারে সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের অভিষেক

| সোমবার , ২৭ জুন, ২০২২ at ৬:১৩ পূর্বাহ্ণ

সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন, কাতার কেন্দ্রীয় পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রাজধানী দোহা-কাতারের এক অভিজাত রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি (ভারপ্রাপ্ত) এরশাদুল আলম।

প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত, লন্ডন (ইউ কে) সভাপতি ব্যারিস্টার মনছুর এ আলম আশরাফী। উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ নাজিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন আনজুমানে খোদ্দামুল মুসলেমীন, কাতারের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক মোতাহের আল হোসেন।

সংবর্ধেয় অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ আলিম উদ্দিন, রফিকুল আলম চৌধুরী, সরোয়ার আলম খাঁ, আবু তালেব চৌধুরী, রফিকুল ইসলাম, নাজিমুল আলম চৌধুরী পারভেজ, আহমুদুর রহমান মাসুদ, সৈয়দ আবুল হাসনাত, নাজিম উদ্দিন ও গাউসিয়া কমিটি কাতারের উপদেষ্টা মাওলানা মোছাদ্দেকুর রহমান।

অর্থ সম্পাদক মুহাম্মদ নাঈম নাহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সৈয়দ মুহাম্মদ মামুন সমরকন্দী, মুহাম্মদ ওসমান গণি, খোরশেদ ইসহাক, ইব্রাহীম খলিল, শায়ের আরমান, হুমায়ুন আজাদ প্রমুখ। বক্তারা বলেন, আমাদের একে অপরের কল্যাণকামীতার জন্য, বিপদে-আপদে একে অন্যের পাশে থাকা ও সহযোগিতার হাতকে সমপ্রসারণের জন্য সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনরুল হক বীর প্রতীকের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধসংশোধনী