কাতারের লুসাইল স্টেডিয়ামে এবার ‘ফিনালিসিমায়’ স্পেনের মুখোমুখি হবেন লিওনেল মেসি ও তার সতীর্থরা। ইউরোপ ও লাতিন আমেরিকার মহাদেশ সেরা প্রতিযোগিতার দুই চ্যাম্পিয়ন দলের মধ্যে এক ম্যাচের শিরোপা লড়াইটি মাঠে গড়াবে আগামী ২৭ মার্চ। স্থানীয় সময় ম্যাচটি শুরু হবে রাত ৯টায়। ২০২২ সালে প্রথম ফিনালিস্িসমায় ওই সময়ের ইউরোপ চ্যাম্পিয়ন ইতালিকে ৩–০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। ২০২২ সালে কাতার বিশ্বকাপের ফাইনালে লুসাইলে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয় বিশ্বকাপ শিরোপা জয় করে আর্জেন্টিনা। গত বছরের ১৪ জুলাই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডকে ২–১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন। ওই দিনেই কয়েক ঘণ্টা পর, পৃথিবীর আরেক প্রান্তে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১–০ গোলে হারায় আর্জেন্টিনা। এ পর্যন্ত স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে ১৪ বার; সমান ছয়বার করে জিতেছে দুই দল, অন্য দুটি ড্র।












