এই প্রথম কোনো আরব দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। কাতার বিশ্বকাপে অনেক নতুন নতুন বিষয়ের মুখোমুখি হতে হবে ফুটবল সমর্থক থেকে শুরু করে ফুটবলারদের পর্যন্ত। একটি মুসলিম দেশে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বলে এখানে কিছু নিয়মের কড়াকড়ি আরোপ করা হচ্ছে। এবারের বিশ্বকাপে নিয়ম-কানুনের বেড়াজালে পড়ে যেন নিজ দেশের ফুটবলারদের কোনো সমস্যা না হয়, সে জন্য ফুটবলারদের আচরণবিধি শিক্ষা দেয়ার উদ্যোগ নিয়েছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। এফএ তাদের দেশের ফুটবলার, কোচিং স্টাফসহ দলের সব কর্মকর্তাকে কাতারের আচরণবিধি সম্পর্কে আলোকপাত করবে। বিশ্বকাপ চলাকালে যাতে যে কোনো ধরনের অনাকাংখিত ঘটনা এড়ানো যায়, সে লক্ষ্যে খেলোয়াড়সহ সবার জন্য এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। কাতারের স্থানীয় রক্ষণশীল সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়েছে ইসলামী সংস্কৃতি। যে কারণে ইচ্ছা করলেই কাতারে যে কোনো কিছু করা যাবে না। এ কারণে এফএ শুধুমাত্র ফুটবলার, কোচিং স্টাফ এবং কর্মকর্তাদেরই নয়, যথাসম্ভব ইংলিশ সমর্থকদেরও এ বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়ার উদ্যোগ নিয়েছে। ইংল্যান্ড সরকারের কর্মকর্তারা এরই মধ্যে দেশটির ফুটবল দল এবং অ্যাসোসিয়েশনকে জানিয়ে দিয়েছে যে, ‘কাতারের স্থানীয় আইন এবং কাস্টমস নির্দেশ করে যে, এই দেশটি একটি ইসলামিক দেশ। এ কারণে অবশ্যই সব সময় আপনাদেরকে স্থানীয় ঐতিহ্য’ কাস্টমস, আইন এবং ধর্মকে সম্মান করতে হবে। একই সঙ্গে আপনাদের আচার-আচরণও এমন হওয়া উচিৎ, যেন কোনো ধরনের অযাচিত কিছু না ঘটে যায়।’ এসব কারণেই এফএ পদক্ষেপ নিচ্ছে, যারা ইংল্যান্ড থেকে কাতার ভ্রমণে যাবে, তাদেরকে দেশটির আচরণবিধি জানানোর জন্য একটি গাইডলাইন তৈরি করে দিতে। একই সঙ্গে এফএ আরও আগে থেকেই কাতার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আসছে তাদের নিয়ম-নীতিগুলো বিস্তারিত জানার জন্য এবং সে অনুযায়ী যেন নিজেদের পদক্ষেপটা যথাযতভাবে নিতে পারে তারা। একই সঙ্গে সমর্থকদের জন্য যেন সবকিছু সহজ করা হয়, সে বিষয়েও কাতারকে বলে আসছে তারা।