কাঠ ভর্তি ট্রাক জব্দ হাটহাজারীতে

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১ মার্চ, ২০২২ at ১১:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের নজুমিয়াহাট এলাকায় শনিবার সন্ধ্যায় গোদা ও চাপালিশ চিড়াই কাঠ বোঝাই একটি ট্রাক জব্দ করেছে বনবিভাগ। হাটহাজারী রেঞ্জের বন কর্মকর্তা মোঃ ফজলুল কাদের চৌধুরী জানান, চট্টগ্রাম উত্তর বনবিভাগের কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশনায় অভিযান পরিচালনা করে গোদা ও চাপালিশ চিড়াই কাঠ বোঝাই একটি ট্রাক আটক করা হয়।
তিনি আরও বলেন, বৈধ কাগজপত্র না পাওয়ায় ‘চ:মে:ট : ১১-৫৬৫৬’ নং ট্রাকটি আটক করা হয়। জব্দকৃত মালামাল কালুরঘাট ডিপোর হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে দ্রুত আইনী ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব সুন্নী আন্দোলনের সমাবেশ
পরবর্তী নিবন্ধচুয়েটে শিক্ষকদের ফাউন্ডেশন ট্রেনিং কর্মশালা