কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে একটি নৌকায় তল্লাশি চালিয়ে ৭৫ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড। গত মঙ্গলবার উপজেলার নাইট্যংপাড়া সংলগ্ন নদীতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম–উল–হক। খবর বিডিনিউজের।
আটকরা হলেন, আব্দুল হাফেজ (২০) ও মো. নুর (২২)। গতকাল বুধবার সকালে সিয়াম–উল–হক বলেন, গোপন খবর পেয়ে মঙ্গলবার দুপুর ১টার দিকে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের একটি বিশেষ টহল দল নাফ নদীতে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একটি কাঠের নৌকায় থাকা দুই রোহিঙ্গাকে আটক করা হয়।
পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে ৭৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়; যার আনুমানিক মূল্য ৩ কোটি ৭৫ লাখ টাকা বলে জানান তিনি। পরে আটক দুই রোহিঙ্গাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় বলে জানান এ কোস্টগার্ড কর্মকর্তা।












