কাঠবিড়ালী গাছের ডালে
ফুরৎফারৎ চলে,
লেজটা তাহার পশমি গড়ন
নকশি মালা গলে।
কাঠবিড়ালী গাছে বসে
পাকা পেঁপে খায়,
তাই না দেখে খোকা খুকি
চুপিসারে চায়।
ওহ্ ভাই! শোন কাঠবিড়ালী
খেলবো তোমার সাথে,
বন্ধু হয়ে হাতটা মিলাও
দুধভাত দিবো রাতে।
কতো ফল খাও গাছে বসে
আমায় দিও ভাই,
আম্মুর কাছে নালিশ দিবো
দুষ্টু তুমি তাই।