পতেঙ্গা কাঠগড়স্থ হিন্দু পাড়া শ্মশান শিব ও কালীমন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে বাসন্তী পূজার মহানবী উপলক্ষে ধর্ম সম্মেলন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়। সুনীল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতেঙ্গা মডেল থানার ওসি আবু জাহেদ মো. নাজমুন নুর। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু পাড়া শ্মশান শিব ও কালী মন্দিরের অন্যতম পৃষ্ঠপোষক নারাণ দাশ স্বপন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সিনিয়র সহ–সভাপতি প্রদীপ চক্রবর্তী, মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মিন্টু চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাসন্তী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসিত চৌধুরী। ধর্ম সম্মেলন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।