কাঠগোলাপ

অরুণ শীল | বুধবার , ১১ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:৫৬ পূর্বাহ্ণ

ঘরের সামনে ঠাঁই দাঁড়িয়ে একটি কাঠগোলাপ

কাঠগোলাপকে আমি ডাকি, বোকাবোবার বাপ

কেন ডাকি? বলতে হবে? বলছি তবে শোনো,

রাতের বেলাও নাড়বে মাথা, ঘুমায় না কক্ষনও

রোদকে সে শোনাবে গান, বাতাস নিয়ে খেলে

মা প্রতিদিন একঘটি জল দেবে গোড়ায় ঢেলে

হা করে সে আকাশ দেখে মেঘ গুনে আর হাসে

কেন জানি পাড়ার মানুষ তাকে ভালোবাসে!

ফুল দেবে সে অকাতরে, কী ভালো সুঘ্রাণ!

কারো সাথে করে না সে কোনো অভিমান।

ডাল ভেঙে যায়, পাতা ছেঁড়ে, হয় সে এলোমেলো

আমরা হলে বলতাম, ওরে! প্রানটা গেলো গেলো

কিন্তু সে যে এমন বোকা, থাকে কী চুপ চাপ!

ঘরের সামনে ঠাঁই দাঁড়িয়ে একটি কাঠগোলাপ।

পূর্ববর্তী নিবন্ধবুলবুলিটার বিয়ে
পরবর্তী নিবন্ধকতো ছবি আহা আঁকা