নগরের পতেঙ্গা থানার কাঠগড়ে রাস্তা ও ফুটপাত দখল করায় ৫ ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ জানান, অভিযানে কাঠগড় ভিআইপি রোডের জিইএম গেটের সামনের রাস্তা ও ফুটপাত অবৈধভাবে দখল করে স–মিলের কাঠের গুঁড়ি, তেলের ড্রামসহ বিভিন্ন মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টি এবং দোকানের সামনে ময়লা আবর্জনা স্তূপ করে রাখায় পাঁচজনকে জরিমানা করা হয়। এ সময় জনসাধারণের মাঝে জলাবদ্ধতা রোধ, নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা, ফুটপাত, সড়ক ও নালা–খাল অবৈধ দখলমুক্ত রাখতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।