কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী ১৪ অক্টোবর

| বুধবার , ২৮ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৩৯ পূর্বাহ্ণ

নগরীর উত্তর কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীদের এক সভা সমপ্রতি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পুনর্মিলনী পরিষদের আহ্বায়ক বনানী দত্ত, সদস্য সচিব আয়েশা পান্নাসহ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীবৃন্দ। সভায় অনিবার্য কারণে পূর্ব নির্ধারিত পুনর্মিলনী অনুষ্ঠানের তারিখ ৭ অক্টোবরের পরিবর্তে ১৪ অক্টোবর আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে প্রাক্তন ছাত্রীদের রেজিস্ট্রেশনের তারিখ ২০ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। আগ্রহী প্রাক্তন ছাত্রীদের নির্ধারিত তারিখের মধ্যে বিদ্যালয়ে যোগাযোগ করে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। রেজিস্ট্রেশন সংক্রান্ত যে কোন প্রয়োজনে বিদ্যালয়ের শিক্ষক আশীষ বরণ সরকারের সাথে ০১৮২৪১৫০৩৫২ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রাক্তন ছাত্রীদের রেজিস্ট্রেশন ফি ৮০০ টাকা। এছাড়া ৫ থেকে ১০ বছরের অতিথির জন্য ৩০০ টাকা এবং এর উর্ধ্বে অতিথির জন্য ৫০০ টাকা করে অতিরিক্ত ফি জমা দিতে হবে।-প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধপর্যটন দিবসে হোটেল আগ্রাবাদে ফুড ফেস্টিভ্যাল ও আলোচনা সভা
পরবর্তী নিবন্ধবিএনপি-জামায়াত নাশকতা চালালে রাজপথেই মোকাবেলা