কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত ২২ জানুয়ারি বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মিসেস তাহের বেগমেরা সভাপতিত্বে বিদ্যালয় পরিচালনা পরিষদের আজীবন দাতা ও সাবেক পরিচালনা পরিষদের সভাপতি আহমদ উল আলম চৌধুরী রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার উদ্বোধক ছিলেন এডভোকেট মাহমুদ উল আলম চৌধুরী (মারুফ)। পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের পর বিদ্যালয়ের শিক্ষার্থীরা সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করে। অনুষ্ঠানের উদ্বোধক ক্রীড়া পতাকা ও প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এবং শারীরিক শিক্ষক ও স্কাউট লিডার সৈয়দ মামুনুল ইসলামের নেতৃত্বে বিদ্যালয়ের স্কাউট শিক্ষার্থীরা মার্চ পাষ্টের মাধ্যমে অতিথিবৃন্দকে অভিবাদন জানান। বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মোহাম্মদ আসলাম ও শিক্ষক প্রতিনিধি মকছুদুল করিম,সহকারি প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অসিত কুমার দাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের বিদ্যালয়ের শিক্ষার্থীরা পদ্মা, মেঘনা, যমুনা ও কর্ণফুলি এই চারটি হাউজে বিভক্ত হয়ে ২৫টি ইভেন্টের খেলাধুলায় অংশগ্রহণ করে। মাঠে খেলা পরিচালনা করেন নুরুল আমিন, মীর এরশাদুল হক, মিসেস জান্নাতুল মাওয়া, মো. আরিফুর রহমান, মিসেস রোজী চৌধুরী, মিসেস লুৎফুন নাহার, রেজাউল করিম, মিসেস শিরিন সুলতানা, মো. রায়হান, মিসেস নাহিদ পারভীন, মিসেস হীরা দে, মোহাম্মদ সোহরাব হোসেন। অনুষ্ঠান সঞ্চালন করেন সিনিয়র শিক্ষিকা মিসেস লুৎফুন নেছা, মিসেস খালেদা ফেরদৌস জাহান। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মকছুদুল করিম সমাপনী বক্তব্যর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।










