কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া

| বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ at ৭:১১ পূর্বাহ্ণ

কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত ২০ জানুয়ারি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মিসেস তাহেরা বেগম সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধক ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আহামেদ উল আলম চৌধুরী রাসেল। দাতা সদস্য নজমুল হক চৌধুরী, দাতা সদস্য জিয়া উদ্দিন খালেদ চৌধুরী, অভিভাবক সদস্য মো. আসলাম ও শিক্ষক প্রতিনিধি মো. নুরুল আমিন প্রমুখ অতিথিবৃন্দের উপস্থিতিতে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের সভাপতি ক্রীড়া পতাকা ও উদ্বোধক জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এবং শারীরিক শিক্ষক ও স্কাউট লিডার সৈয়দ মামুনুল ইসলামের নেতৃত্বে বিদ্যালয়ের স্কাউট শিক্ষার্থীরা মার্চপাষ্টের অতিথিবৃন্দকে অভিবাদন জানান। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আহমেদ উল আলম চৌধুরী রাসেল বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অসিত কুমার দাস, সিনিয়র শিক্ষক মকছুদুল করিম, মীর এরশাদুল হক, ফয়েজ আলী মেমোরিয়াল কিন্ডার গার্ডেনের উপাধ্যাক্ষ রুবি আক্তার। বিদ্যালয়ের শিক্ষার্থীরা পদ্মা, মেঘনা, যমুনা ও কর্ণফুলি এই চারটি হাউজে বিভক্ত হয়ে ২৫টি ইভেন্টে খেলাধুলায় অংশগ্রহণ করে। মাঠে খেলা পরিচালনা করেন মো. আরিফুর রহমান, জান্নাতুল মাওয়া, খালেদা ফেরদৌস, রোজি চৌধুরী, মিসেস লুৎফুন নাহার, ওহিদুর রহমান, রেজাউল করিম, রায়হান সরওয়ার, রনি চক্রবর্তী, হিরা দে, উম্মে হাবিবা, নাহিদ পারভীন, শিরিন সুলতানা, রোজিনা সারওয়ার, পলাশ চন্দ্র দাস, মাওলানা কাইছার উদ্দিন, মাওলানা নজরুল ইসলাম, মো. সহোরাব হোসেন, মোহাম্মদ আল আমিন, মো. জহুরুল আলম চৌধুরী প্রমুখ শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালন করেন সিনিয়র শিক্ষিকা লুৎফুন নেছা।

পূর্ববর্তী নিবন্ধতাৎক্ষণিক সমস্যার সমাধান পেয়ে খুশি সেবাপ্রত্যাশীরা
পরবর্তী নিবন্ধওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক জয় নারী দলের