কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সম্পন্ন

| মঙ্গলবার , ৩০ জানুয়ারি, ২০২৪ at ৯:২৯ পূর্বাহ্ণ

কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত ২৩ জানুয়ারি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মিসেস তাহেরা বেগমের সভাপতিত্বে বিদ্যালয় পরিচালনা পরিষদ ও অতিথিবৃন্দের উপস্থিতিতে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের সভাপতি ক্রীড়া পতাকা ও অতিথিবৃন্দ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এবং শারীরিক শিক্ষক ও স্কাউট লিডার সৈয়দ মামুনুল ইসলামের নেতৃত্বে বিদ্যালয়ের স্কাউট শিক্ষার্থীরা মার্চ পাষ্টের অতিথিবৃন্দকে অভিবাদন জানান। বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য লায়ন গিয়াস উদ্দিন চৌধুরী বক্তব্য রাখেন এবং বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য জিয়া উদ্দিন চৌধুরী, বাবুল আলম চৌধুরী, মো. হায়দার আলী, মহিলা অভিভাবক সদস্য মিসেস ঊর্মি আক্তার, শিক্ষক প্রতিনিধি অসিত কুমার দাশ এবং মকছুদুল করিম, মিসেস লুৎফুন নেছা। বিদ্যালয়ের শিক্ষার্থীরা পদ্মা, মেঘনা, যমুনা ও কর্ণফুলি এই চারটি হাউজে বিভক্ত হয়ে ২৫টি ইভেন্টের উপর খেলাধুলায় অংশগ্রহণ করে। মাঠে খেলা পরিচালনা করেন নুরুল আমিন, মীর এরশাদুল হক, মিসেস জান্নাতুল মাওয়া, মো. আরিফুর রহমান, মিসেস লুৎফুন নাহার, মিসেস শিরিন সুলতানা, মিসেস রোজিনা সারওয়ার, মিসেস নাহিদ পারভীন, মো. সোহরাব হোসেন, জনাব মুহাম্মদ শামসুল করিম, মো. আজমত উল্ল্যাহ। অনুষ্ঠান সঞ্চালন করেন সিনিয়র শিক্ষিকা মিসেস লুৎফুন নেছা।

পূর্ববর্তী নিবন্ধওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
পরবর্তী নিবন্ধচকবাজারে কাউন্সিলর কাপ রাত্রিকালীন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন