কাট্টলী নুরুল হক হাইস্কুলের দ্বিতীয় জয়

জাতীয় স্কুল ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৭ জানুয়ারি, ২০২৫ at ৯:০৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের চট্টগ্রাম পর্বের খেলায় দ্বিতীয় জয় পেয়েছে কাট্টলী নুরুল হক চৌধুরী হাইস্কুল। গতকাল ২৬ জানুয়ারি সিটি কর্পোরেশন মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ৮ উইকেটে স্কুল অব সাইয়েন্স,বিজনেস এন্ড হিউম্যানিটিজকে (এসএসবিএইচ) পরাজিত করে। টসে জিতে এসএসবিএইচ প্রথমে ব্যাট করতে নামে। ২৩ ওভার ব্যাট করে ৮০ রানে তারা সব উইকেট হারায়। তাদের প্রথম চার ব্যাটার কোন রানই করতে পারেনি। দলের ওয়াসিউল আবেদিন ২১ এবং মাকিয়াব হাসান ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে সর্বোচ্চ ২৪ রান। কাট্টলীর পক্ষে আরাফ হাসান ১৭ রান দিয়ে ৫টি উইকেট দখল করেন। আফনান চৌধুরী ১৮ রান দিয়ে ৩টি উইকেট পান। জবাবে কাট্টলী নুরুল হক চৌধুরী হাইস্কুল ৮.৫ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ৮৩ রান তুলে নেয়। দলের ওপেনার আফনান চৌধুরী ৪০ এবং নিলয় নন্দী ১৪ রানে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ১৭ রান।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট রানার্স ফিটনেস ফর হেলথের হাফ ম্যারাথন অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধজেলা পর্যায়ে বাঁশখালী উপজেলা চ্যাম্পিয়ন