কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বিদ্যালয় প্রাঙ্গণে অনুৃষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাউছার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক লোক প্রশাসন ও প্রশিক্ষণ কেন্দ্রের উপ–পরিচালক মনোয়ারা বেগম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আহমেদ উল আলম চৌধুরী। উপস্থিত ছিলেন দাতা সদস্য বদরুর রহিম চৌধুরী, অভিভাবক সদস্য মোহাম্মদ আসলাম, শিক্ষক প্রতিনিধি নুরুল আমীন, সহকারী প্রধান শিক্ষক অসিত দাশ, সিনিয়র শিক্ষক মকছুদুল করিম, সিনিয়র শিক্ষক সৈয়দ মামুনুল ইসলাম। লুৎফুন নেছা ও পলাশ দাশের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহেরা বেগম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর খালিদা ফেরদৌস জাহানের নির্দেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিবৃন্দসহ উপস্থিত সকলে।