কাট্টলী ছিন্নমূল সমবায় সমিতির উদ্যোগে সমিতির অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মো. হাসান মোল্লার সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, ২০০২ সালে নদী ভাঙা, হতদরিদ্র, ছিন্নমূল, বাস্তহারা ও ভূমিহীন পরিবারের প্রায় ১২০০ সদস্য নিয়ে সমিতির কার্যক্রম শুরু হয়।
আমাদের পুনর্বাসন না করায় চট্টগ্রামের শহরের বিভিন্ন বস্তিতে আমরা অত্যন্ত দুঃখ কষ্টে দিনাতিপাত করছি। সরকারের বিভিন্ন সেক্টরে পুনর্বাসনের জন্য আবেদনের পাশাপাশি চট্টগ্রামের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে কয়েককবার স্মারকলিপি প্রদান করা হয়।
সভায় পুনর্বাসনের দাবি জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন, মো. আবদুল মালেক, মো. কামাল মিয়া, মো. হারুন অর রশিদ, মোহাম্মদ ইসমাইল, সিরাতুল মোত্তাকিম, মো. হারুন, মতিউর রহমান, মো. রূপ মিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












