কাট্টলীর গ্যাস লাইন লিকেজে হতাহতের মামলায় চার্জশিট গ্রহণ

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ মার্চ, ২০২২ at ১১:০৭ পূর্বাহ্ণ

আকবরশাহ থানাধীন উত্তর কাট্টলীতে গ্যাসের আগুনে একই পরিবারের একজন নিহত ও পাঁচজন আহতের মামলায় ভবন মালিক মমতাজ মিয়া ওরফে মমতাজ সওদাগর (৫৭) ও বাড়ির তত্ত্বাবধায়ক মো. বখতিয়ার উদ্দিন চৌধুরীর (৫৮) বিরুদ্ধে চার্জশিট আমলে নিয়েছেন আদালত।
গতকাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান এটি আমলে নিয়ে মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন। ওই তারিখে আসামিদের বিরুদ্ধে চার্জগঠন হবে। এর আগে গত ১৩ মার্চ দুই আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও আকবরশাহ থানার পরিদর্শক (তদন্ত) এম সাদেক আহমেদ।
চার্জশিটে বলা হয়, অবহেলার কারণে গ্যাস লাইন লিকেজ হয়ে হতাহতের ঘটনা ঘটে। নগর পুলিশের ডিসি (প্রসিকিউশন) মো. ওলি উল্লাহ আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
গত বছরের ১ নভেম্বর উত্তর কাট্টলীর মরিয়ম ভবনের ছয় তলার একটি ফ্ল্যাটে গ্যাস লাইন লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাজেদা বেগম নামের এক নারী। গুরুতর আহত হয় আরো পাঁচজন। এ ঘটনায় নিহত সাজেদা বেগমের পরিবাররের পক্ষ থেকে ভবন মালিক মমতাজ ও ভবনের তত্ত্বাবধায়ক মো. বখতিয়ার মিয়ার বিরুদ্ধে অবহেলাজনিত কারণে হত্যার অভিযোগ এনে একটি মামলা করেন। মামলার এজহারে বলা হয়, বাসার মধ্যে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে বলে বারবার মালিককে বলা হয়। কিন্তু মালিক কর্ণপাত করেননি। মালিকের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটে।

পূর্ববর্তী নিবন্ধআজ থেকে সড়ক পথে ট্যুরিস্ট ভিসায় যাওয়া যাবে ভারত
পরবর্তী নিবন্ধসদরঘাটের ব্যবসায়ী দম্পতির ৫ মাসের সাজা