স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাট্টলীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বি এম এল পি গ্যাস কাট্টলী স্বাধীনতা ম্যারাথন। ম্যারাথন আয়োজন করে কাট্টলী ইয়ুথ কাউন্সিল। ম্যারাথনে চট্টগ্রাম ও সারা বাংলাদেশের প্রায় ১০১ জন রানার অংশ গ্রহণ করে।
ম্যারাথন শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা ডা. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আকবরশাহ থানা মুক্তিযোদ্ধা সংসদ এর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শাহিদুল আলম বাদল, মো. আবদুস সালাম, সাইফুদ্দিন আহমদ সাকী, লায়ন ডা. মেসবাহ উদ্দিন তুহিন, শাহাদাত হোসেন শাহেদ।
এর আগে কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে উত্তর কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ চৌধুরী, ডা. মেসবাহ উদ্দিন তুহীন ও ইঞ্জিনিয়ার তরুণ তপন দত্তকে সাথে নিয়ে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুর উদ্দিন উদ্বোধনী ঘন্টা বাজিয়ে ম্যারাথনের উদ্বোধন করেন। এ আয়োজনে বিভিন্ন কর্মসূচির তত্ত্বাবধান করেন আবদুল্লাহ আল মামুন ও জিসান রহমান।
উক্ত ম্যারাথনে প্রতিযোগিরা কর্ণেলহাট থেকে সিটি গেইট হয়ে পুরো কাট্টলীর প্রায় ৪ কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় কর্ণেলহাটে শেষ হয়। এতে ১ম স্থান অধিকার করেন মোহাম্মদ সুজন। ২য় ও ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে মোহাম্মদ নয়ন ও আবদুল মোমিন। প্রতিযোগিদের সনদ ও ক্রেস্ট উপহার দেয়া হয়। বিভিন্ন প্রতিষ্ঠান এ প্রতিযোগিতা স্পন্সর করে।