কাট্টলিতে ছধু চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

| বৃহস্পতিবার , ২০ জুলাই, ২০২৩ at ১০:৫১ পূর্বাহ্ণ

কাট্টলি ছধু চৌধুরী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দক্ষিণ কাট্টলী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি চট্টগ্রাম১০ আসন উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন ১১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাঈল। প্রধান বক্তা ছিলেন লায়ন ক্লাব ইন্টারন্যাশনাল ডিষ্টিক ৩১৫বি৪ এর ডিস্ট্রিক কোচেয়ারপারসন লায়ন এম..নেওয়াজ। ফাইনাল খেলায় সহযোগীতায় ছিলেন পরিচালনা পর্ষদ পৃষ্ঠপোষক ও পরিচালক মুহাম্মদ তাউসি বিন সিদ্দিক, সহকারী পরিচালক ও ম্যাচ পরিচালক মো. আবদুল আহাদ, মো. মেহেদী হাসান শাওন, আসিফুল আলম সৈকত, মো. আলী রায়হান, শরিফুজ্জামান পিয়াল, মো. শরিফ সজিব, রেজাউল করিম সিরাজ, আবু ইমরান সিদ্দিকী ইমু, সাব্বির চৌধুরী রোহান সহ নেতৃবৃন্দ। উক্ত ফাইনাল খেলায় দা কিংস ১০ গোলে চৌধুরী রয়েলসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পূর্ববর্তী নিবন্ধবোলিং র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন সাকিব-নাসুম
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা ভলিবল দলের কোচ শামীম ম্যানেজার শোয়াইব