কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের ১৯৬৯ এসএসসি ব্যাচের পুনর্মিলনী গত ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬৯ ব্যাচের শিক্ষার্থী ডা. কিউ এম ওহিদুল আলম। প্রথম পর্বে পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহাজান ও কোষাধ্যক্ষ সেকান্দর মিয়া প্রতিবেদন পেশ করেন। দ্বিতীয় পর্বে ইন্দু নন্দন দত্ত উদ্বোধনী বক্তব্য রাখেন। বীরমুক্তিযোদ্ধা আবুল হাশেম স্মরনিকা ‘বনুন’ এর  মোড়ক উন্মোচন করেন। এতে অন্যান্যের  মধ্যে বক্তব্য রাখেন আবু তালেব চৌধুরী, অধ্যাপক মঈন উদ্দিন, শাহনেওয়াজ চৌধুরী, মিহির শীল, প্রধান শিক্ষক শিমুল মহাজন, মৌলভী সোহরাব।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার নুরুল আমিন চৌধুরী। ৩য় পর্বে স্মৃতি রোমন্থন করেন প্রাক্তন শিক্ষক মো.মোজাম্মেল, রফিক মিয়া, মো. আলী, মাস্টার খায়রুল হক, ছবি চৌধুরী, মুসা চৌধুরী, মাহাবুবুল আলম, আবদুল লতিফ, হিরণ দেব,সনজিৎ নাথ ও সাইফুল ইসলাম। বক্তারা স্কুলের পড়ালেখার মান উন্নয়নে স্বস্ব অবস্থান থেকে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।  প্রেস বিজ্ঞপ্তি।
 
        
