কাটিরহাট মহিলা ডিগ্রী কলেজে লে.জেনারেল হারুন স্মরণ সভা

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ আগস্ট, ২০২৫ at ৫:৪২ পূর্বাহ্ণ

কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি ও প্রাক্তন সেনাপ্রধান বীর মুক্তিযোদ্ধা লে. জেনারেল এম. হারুনঅররশিদ বীর প্রতীক স্মরণে ‘কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের অন্তহীন স্বপ্নযাত্রায় আকস্মিক ছন্দপতন’ শীর্ষক স্মরণ সভা সমপ্রতি অধ্যক্ষ কল্যান নাথের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় আলোচক ছিলেন রাজনীতিবিদ ইন্দু নন্দন দত্ত, অধ্যক্ষ শরীফ মসিউদ্দৌলা, অধ্যক্ষ আমজাদ আলী মজুমদার, সাংবাদিক নাজিম উদ্দিন শ্যামল, শিক্ষক এ.এইচ.এম. রফিকুল ইসলাম, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, জিবি সদস্য জাহেদ উদ্দিন বিপ্লব, অধ্যাপক মানিক চন্দ্র নাথ, অধ্যাপক মুহাম্মদ আবু ছালেহ।

আলোচকবৃন্দ সেনাপ্রধান লে. জেনারেল এম. হারুনঅররশিদ বীর প্রতীকের (অব.) এর দেশপ্রেম, জীবনাদর্শ, কর্ম, সৃজনশীলতা, সততা, নৈতিকতা ও কলেজ অগ্রযাত্রার পরিকল্পনা নিয়ে স্মৃতিচারণ করেন। শেষে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে সাবেক উপাধ্যক্ষ ছৈয়দুল আলমের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে লে. জেনারেল এম. হারুনঅররশিদ বীর প্রতীক (অবঃ) গ্রন্থাগারে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে ইউসাতুল ফিদ্দা। সভা সঞ্চলনা করেন অধ্যাপক সুললিত কান্তি দে।

পূর্ববর্তী নিবন্ধসবকিছু পরিস্থিতির ওপর নির্ভর করবে
পরবর্তী নিবন্ধবান্ডেল রোড মহল্লায় ১২ দিনব্যাপী মিলাদুন্নবী (দ.) মাহফিল শুরু