কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল

| শনিবার , ১১ নভেম্বর, ২০২৩ at ১০:০২ পূর্বাহ্ণ

কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে গতকাল ৯ নভেম্বর ঈদে মিলাদুন্নবী (.) ও ফাতিহা ইয়াজদাহুমের আলোচনা অধ্যাপক মোহাম্মদ আবু ছালেহ’র সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলামিস্ট রাজনীতিক ড.মুহম্মদ মাসুম চৌধুরী,বিশেষ আলোচক ছিলেন কলেজের অধ্যক্ষ কল্যাণ নাথ, উপাধ্যক্ষ ছৈয়দুল আলম,রাজনীতিক শাহনেওয়াজ হোসেন চৌধুরী,অধ্যক্ষ মাওলানা শহিদুল্লাহ ফারুকী, ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন,তাহমিনা বিনতে আজম,মিলাদ পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ নাজিম উদ্দিন,অনুষ্ঠান পরিচালনা করেন ফয়সল আন নিজামী,

প্রধান অতিথি ড. মুহম্মদ মাসুম চৌধুরী বলেন, সেরা বিজ্ঞান প্রযুক্তির যুগে এসে মানুষ মনুষ্যত্ব হারাচ্ছ,আলোকিত মানুষের সংখ্যা কমছে।কারণ আলোকিত নবী (.)’র আদর্শ অনুসরণ করতে ব্যর্থ হয়েছি।অন্ধকারকে লাটি পেঠা করে তাড়ানো যায় না, আলো দিয়ে তাড়াতে হয়।আসলে অন্ধকার বলতে কিছুই নেই, আছে আলোর অনুপস্থিতি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসবুজ মাল্টায় রঙিন স্বপ্ন
পরবর্তী নিবন্ধবিশ্ব সুন্নী আন্দোলন ডবলমুরিং থানা শাখার সালাতু সালাম মাহফিল