কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজে নজরুল জন্মজয়ন্তী উদযাপন

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২৭ মে, ২০২৩ at ৭:২৩ পূর্বাহ্ণ

হাটহাজারীর কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী উপলক্ষে গত বৃহস্পতিবার আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলা বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগীয় প্রধান অধ্যাপক শেখ আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ কল্যান নাথ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মানবিক বিভাগের ডিন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মানিক চন্দ্র নাথ। অধ্যাপক সুললিত কান্তি দে’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক শিখা দাশ, অধ্যাপক মো. আজিম, অধ্যাপক সুমল কান্তি মল্লিক, অধ্যাপক বিপ্লব মহাজন, অধ্যাপক শাহেদা খানম ননী, অধ্যাপক নাজনীন চৌধুরী, অধ্যাপক মুহাম্মদ ফয়সাল আন নিজামী, অধ্যাপক মো. মাহবুবুল আলম, অধ্যাপক আশিক সায়েম চৌধুরী, অধ্যাপক নাছির উল্লাহ, প্রদর্শক ফেরদৌস বেগম প্রমুখ।

অনুষ্ঠানে কবি নজরুলের মানুষ কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থীরা। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অধ্যক্ষ কল্যান নাথ।

পূর্ববর্তী নিবন্ধদেশের মানুষও আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দেবে
পরবর্তী নিবন্ধঅসচ্ছল কর্মজীবী নারীদের নিয়ে সমাবেশ মনজুর আলমের