চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের সাবেক চেয়ারম্যান প্রফেসর আহমদ হোসাইন বলেছেন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলীর বিকাশে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত প্রয়াস জরুরি। দেশের বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় পাশের হার বাড়লেও শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলীর বিকাশ কতটুকু হচ্ছে তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। এ অবস্থা থেকে বেড়িয়ে আসতে না পারলে আগামীতে দেশ ও জাতি গভীর সংকটে পড়বে। তাই এই অবস্থা থেকে উত্তরনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান সমূহ ও সমাজের সমন্বিত প্রয়াস প্রয়োজন।
তিনি গতকাল মঙ্গলবার কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজে ‘শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলীর বিকাশে করণীয়’ শীর্ষক অনুপ্রেরণা মূলক মুক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কলেজ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ কল্যান নাথ। স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ছৈয়দুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক সুললিত কান্তি দে।