হাটহাজারীর কাটিরহাটে খলিফা-এ গাউসুল আজম মাইজভাণ্ডারী, ফানাফিল্লাহ ফানাফিশ-শেখ, হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আমিনুল হক পানি শাহ (ক.) এর ৬৪তম পবিত্র ওরশ গত ১৯ মার্চ দরবার-এ পাকে অনুষ্ঠিত হয়েছে। এতে কর্মসূচির মধ্যে ছিল- খতমে কোরআন, মিলাদ মাহফিল ও আখেরী মোনাজাত। ওরশে আখেরী মোনাজাত পরিচালনা করেন আমিন ভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মুহাম্মদ ইলিয়াছ জাবেদ শাহ (ম.জি.আ)। প্রেস বিজ্ঞপ্তি।