কাটিরহাটে বদলবাড়ি আন্তঃ ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

| বুধবার , ১ জানুয়ারি, ২০২৫ at ৭:২১ পূর্বাহ্ণ

হাটহাজারীর ধলই ইউনিয়নের বদলবাড়ি সমাজকল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত আন্তঃ ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। গতকাল বিকালে স্থানীয় মাঠে আয়োজিত ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ফুটবল দল যমুনা। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলকে ট্রফি তুলে দেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের পরিচালক বিপ্লব পার্থ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নং ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মনছুর। অনুষ্ঠানে অতিথি ছিলেন কাটিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, পশ্চিম ধলই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু মুহাম্মদ ইসহাক, কাটিরহাট মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য লুৎফুর কবির, সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা নুর খালেক, শাহজাহান মাহবুব, ইকবাল হোসেন মানিক, হাটহাজারী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. মহসীন, সমাজসেবক মো. দুলাল, শিক্ষক নাহিম উদ্দিন রিকু, এমদাদ হোসেন, ইমতিয়াজ চৌধুরী, মো. রাসেল, মো. সাইফুল ইসলাম জিহাদ প্রমুখ। খেলায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছে সাইমন। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে ফয়সাল। প্রধান অতিথি একটি সুন্দর সমাজ বিনির্মানে খেলাধুলা গুরুত্ব তুলে ধরেন।

পূর্ববর্তী নিবন্ধএবিটস টাইগার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ৩ জানুয়ারি শুরু
পরবর্তী নিবন্ধটানা দ্বিতীয় জয় পেল রংপুর রাইডার্স