কাটগড়ে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

| বুধবার , ২৯ মার্চ, ২০২৩ at ৬:১৭ পূর্বাহ্ণ

পতেঙ্গায় বাসন্তী পূজা উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত গতকাল মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে। নগরীর পতেঙ্গা কাঠগড় হিন্দু পাড়া শ্মশান শিব ও কালী মন্দির প্রাঙ্গণে হিন্দু পাড়া শ্মশান শিব ও কালী মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে চার দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিনে মহাসপ্তমী পূজা উপলক্ষে এ চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়। লায়ন ডাক্তার নারায়ণ চন্দ্রনাথের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের উদ্বোধন করেন ৪০নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক।

এসময় আরো উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা পরিষদের সভাপতি সাধন নন্দী, সাধারণ সম্পাদক মিন্টু চৌধুরী, সিনিয়র সহসভাপতি সুনীল দত্ত, অর্থ সম্পাদক নির্মল ভৌমিক, পার্থ প্রতিম চৌধুরী, বাবুল চৌধুরী বিকাশ, দেবাশিস চৌধুরী শম্ভু, বাসন্তী পূজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জীৎ দেব মানু, সাধারণ সম্পাদক অসিত চৌধুরী, বাসন্তী পূজা উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী লিটন চৌধুরী ও সুমন চৌধুরী সহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের ৯ম সভা
পরবর্তী নিবন্ধচমেক হাসপাতালে বিশুদ্ধ পানির মেশিন স্থাপন