কাটগড়ে বৈষম্যবিরোধী ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিকদের মানববন্ধন

| শনিবার , ৪ জানুয়ারি, ২০২৫ at ৬:০৪ পূর্বাহ্ণ

বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম নগরীর কাটগড় শাখার বৈষম্যবিরোধী ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিকরা। নগরীর পতেঙ্গা কাটগড় এলাকায় আয়োজিত এ মানবন্ধনে বক্তারা বলেন, র্দীঘ ১৭ বছর ধরে চট্টগ্রাম জিলা ট্রাক কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়ন কাটগড় শাখার নামে সংগঠনের কতিপয় ব্যক্তি টাকা আত্মসাৎ করার পাশাপাশি স্বৈরাচারী কায়দায় সংগঠন চালিয়েছে। এ সময় তাদেরকে সংগঠন থেকে বহিষ্কার, অর্থ ফেরত ও শাস্তির দাবি জানানো হয়। শ্রমিক নেতা মো. জয়নালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জিলা ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য মোহাম্মদ আলম। এতে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মোহাম্মদ শফি, আবদুল শুক্কুর, আবুল কাশেমসহ নেতাকর্মীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআল-হাসানাইন মডেল মাদরাসার অভিভাবক সমাবেশ
পরবর্তী নিবন্ধশীতার্তদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব