নগরীর পতেঙ্গা কাটগড় এলাকায় বাসের নিচে চাপা পড়ে নুরুল আবছার নামে নৌবাহিনীর সাবেক এক সদস্যের মৃত্যু হয়েছে। তিনি পতেঙ্গা স্টিল মিল এলাকার ছগীর আহম্মদের ছেলে। গতকাল সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পতেঙ্গা থানার ওসি মো. মাহফুজুর রহমান আজাদীকে বলেন, হেঁটে যাওয়ার সময় পেছন থেকে বাস চাপা দিলে নুরুল আবছার গুরুতর আহত হয়। একপর্যায়ে তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক। ভিকটিম নুরুল আবছার নৌ–বাহিনীর একজন অবসরপ্রাপ্ত সদস্য বলেও জানান ওসি মো. মাহফুজুর রহমান।