উত্তর পতেঙ্গার কাটগড় হিন্দুপাড়া শ্মশান শিব কালী মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে বাসন্তী পূজার মহাঅষ্টমীতে গত ৫ এপ্রিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি সনজীৎ কৃষ্ণদেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী।
প্রধান বক্তা ছিলেন মহানগর পূজা উদ্যাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন প্রদীপ শীল, উত্তম শীল, রিপন রায় চৌধুরী, অ্যাডভোকেট কৌশিক দত্ত, ডা. নেহেরুলাল ধর, লিটন চৌধুরী, সুজন কুমার শীল, সুজন শীল, তাপস চৌধুরী চানু, শ্যামল ভৌমিক, সুজন চৌধুরী অমি, সুমন চৌধুরী প্রমুখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। প্রেস বিজ্ঞপ্তি।