কাঞ্চনায় মেধা বৃত্তির পুরস্কার বিতরণ ও ঈদ পুনর্মিলনী

| সোমবার , ৭ এপ্রিল, ২০২৫ at ১১:৪৪ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের সংগঠন কাঞ্চনা উন্মুক্ত পাঠাগার আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ আবদুল আউয়ালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ডা. আবদুল কাদের। বিশেষ অতিথি ছিলেন ডা. ইয়াকুব হোসেন। প্রধান বক্তা ছিলেন নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান। অতিথি ছিলেন প্রফেসর এম এ মু্‌হসিন, প্রফেসর মোহাম্মদ রেজাউল করিম, মোস্তফা ওবাইদুল্লাহ সুজন। বক্তব্য রাখেন মাস্টার আবুল মনসুর, মোহাম্মদ ইছহাক মিয়া, জসীম উদ্দীন, শাহাদাত হোসেন, সায়েম হোসেন, শরীফুল আলম চৌধুরী, আবদুল হামিদ, খোন্দকার নজরুল ইসলাম, নাজিম উদ্দীন, মীর মোহাম্মদ আজিজ, মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন খাদেমুল ইসলাম, আবদুল করিম, বেলাল উদ্দিন,ওমর ফারুক সানি, আবদুল হামিদ, ইমামুর রশীদ, কাজী সাঈদ, অর্ণব চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সৈয়দ মাসুদুর রহমান ও গিয়াস উদ্দিন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, দুই শতাধিক শিক্ষার্থী, অভিভাবক এতে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধফ্যাসিবাদীদের কেউ পুনর্বাসন করতে চাইলে তাদের প্রতিরোধ করা হবে