কাজ হারাচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা

বিল্‌সের সংবাদ সম্মেলন

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৮ জুন, ২০২১ at ৮:০৬ পূর্বাহ্ণ

দেশে শিল্প সেবা ও কৃষি খাতে সাড়ে ছয় কোটি শ্রমিক জড়িত। তাদের ৮৬ শতাংশ অপ্রাতিষ্ঠানিক খাতে এবং প্রাতিষ্ঠানিক খাতে কাজ করে মাত্র ১ থেকে ১৪ শতাংশ শ্রমিক। অপ্রাতিষ্ঠানিক খাতের (নির্মাণ শ্রমিক, কমিউনিটি সেন্টার, কনভেনশন হল, ডেকোরেটর হলে কর্মরত শ্রমিক) প্রায় ১০ লাখ শ্রমিক কর্মচ্যুত হয়েছে। মাসের পর মাস হোটেল-রেস্টুরেন্ট বন্ধ থাকার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। গতকাল রোববার নগরীর জামালখানের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিল্‌স-এলআরএসসি পরিচালনা কমিটির সদস্য ও জেলা টিউইসি সভাপতি তপন দত্ত। উপস্থিত ছিলেন, বিল্‌স-এলআরএসসি’র চেয়ারম্যান শ্রমিক নেতা এ এম নাজিমউদ্দিন, সদস্য সচিব মু. শফর আলী, ও বিল্‌স’র সিনিয়র কর্মকর্তা পাহাড়ী ভট্টাচার্য। বিল্‌স-এর ২০২১ সালের অর্ধবার্ষিক কার্যক্রম চট্টগ্রামের শ্রমজীবি ও নাগরিক সমাজকে অবহিতকরণ, চট্টগ্রামের শ্রম পরিস্থিতি পর্যালোচনা ও সরকার ঘোষিত বাজেটে শ্রমিক স্বার্থ সুরক্ষারদাবীতে এ সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। তপন দত্ত বলেন, কোভিডের কারণে মিছিল মিটিং-আন্দোলন সংগ্রাম বন্ধ থাকার সুযোগের সদ্ব্যবহার করছে মালিকরা, শ্রমিকদের বিনা ক্ষতিপূরণে চাকরিচ্যূত করছে, কারখানা থেকে বের করে দিচ্ছে। কোভিডের আগে দেশের ১২ শতাংশ লোক অতি দরিদ্রসীমা ও ২০ শতাংশ লোক দরিদ্র সীমার নিচে অবস্থান করতো। সেই সংখ্যা এখন উভয় ক্ষেত্রে দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। দেড় কোটির উপর শ্রমজীবি মানুষ চাকরী হারিয়েছে। দেশের ৭৭টি পাট কলের মধ্যে সরকারী মালিকানায় মাত্র ২৪টি পাটকল ছিল। আকস্মিকভাবে তা বন্ধ করে দয়ো হয়েছে। এই সব পাটকলের প্রায় ২৫ হাজার স্থায়ী শ্রমিক এবং আরও প্রায় ২০ হাজার বদলী শ্রমিক চাকুরী হারিয়েছে। ২ মাসের মধ্যে কর্মচ্যুত শ্রমিকদের সকল পাওনা পরিশোধের কথা বলা হলেও অদ্যাবধি বহু শ্রমিকের পাওনা দেওয়া হয়নি। বন্ধ হওয়া মিলগুলোর জায়গা জমি মেশিন পত্র পূর্বের বন্ধ হওয়া পাটকলের পরিণতি হবে বলে আমরা আশংকা করছি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে সিএনজি টেক্সি চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপোশাক শিল্পের সংকটকাল উত্তরণে পিডিবির সহযোগিতা কামনা