কাজ শুরু করে ঠিকাদার উধাও, পাঁচ বছরেও নির্মিত হয়নি স্কুল ভবন

টেন্ডার বাতিল, ভবন নির্মাণে অনিশ্চয়তা

এম. নুরুল ইসলাম, আনোয়ারা | শনিবার , ২৫ অক্টোবর, ২০২৫ at ১০:২৬ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলারদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ বছরেও হয়নি নতুন ভবন নির্মাণ কাজ। কাজ শুরুর এক বছরের মাথায় ঠিকাদার লাপাত্তা হওয়ার অভিযোগ। যার ফলে টেন্ডার বাতিল হয়ে বিদ্যালয় ভবন নির্মাণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে উপজেলা শিক্ষা অফিসার সানাউল্লাহ কাউছার জানিয়েছেন, বিদ্যালয়ে দ্রুত একটি অস্থায়ী ভবন নির্মাণের জন্য শিক্ষা অধিদপ্তরে আবেদন জানানো হয়েছে। এ ঘটনার জন্য স্থানীয় একটি গ্রুপের সাথে ঠিকাদারের ঝামেলা ও এলজিইডির গাফিলতিকে দায়ী করেছে এলাকাবাসী।

জানা যায়, ৪ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে দক্ষিণ তৈলারদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মানের জন্য ২০২১ সালে পূর্বের সেমিপাকা স্কুল ভবনটি ভেঙে কাজ শুরু করে ঠিকাদার। আর পার্শ্ববর্তী একটি টিনশেড ঘরে বিদ্যালয়টি শিক্ষা কার্যক্রম চলছে। তীব্র গরমে পর্যাপ্ত আলো বাতাসহীন একটি ঘরে চলছে বিদ্যালয়ের পাঠদান। এতে করে শিক্ষাব্যবস্থা বিঘ্নিত হওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সুযোগসুবিধার অভাবে গত কয়েক বছরে অনেক শিক্ষার্থী বিদ্যালয় ছেড়েছে বলে জানা গেছে। এই অবস্থায় কবে এ বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এতে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান ২০২১ সালে বিদ্যালয়ের পুরাতন সেমিপাকা ভবন ভেঙে পাইলিং কাজ শুরু করে। এলাকাবাসী মনে করেছিল দ্রুত ভবন নির্মাণ কাজ শেষ হয়ে যাবে। কিন্তু বছর খানেক পর ঠিকাদার উধাও হয়ে যায়। এলাকার একটি গ্রুপের সাথে কাজের ভাগাভাগি নিয়ে অনেক দর কষাকষি হয়। এ নিয়ে ভবন নির্মাণে নানান জটিলতা তৈরি হলেও সংশ্লিষ্ট বিভাগের কার্যকরী কোনো পদক্ষেপ দেখা যায়নি। এ অবস্থায় ঠিকাদার কাজ ফেলে পালিয়ে গেলে পরবর্তীতে টেন্ডার প্রক্রিয়া বাতিল হয়ে যায়। এতে বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ প্রকল্পটি ঝুলে যায়। একই সাথে দেখা দেয় ভবন নির্মাণে অনিশ্চয়তা।

এদিকে বিদ্যালয়ে বর্তমানে বিদ্যালয়টিতে ভবনের নির্মাণ কাজ অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বিদ্যালয়ে পর্যাপ্ত জমি না থাকায় প্রায় আধা কিলোমিটার দূরে বেড়িবাঁধের পাশে টিন দিয়ে কয়েকটি রুম তৈরি করে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম চলছে।

আনোয়ারা উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, ২০২১ সালে মাল্টিপারপাস ডিজাস্টার শেল্টার প্রজেক্টের (এমডিএসপি) আওতায় ৪ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে দক্ষিণ তৈলারদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ শুরু করা হয়। তারমধ্যে পাইলিং ছাড়া অন্য কোন কাজ না হওয়ায় প্রকল্পটি বাতিল হয়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাব বেগম বলেন, ২০২১ সাল থেকে বিদ্যালয়টি স্থানান্তরের পর জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান কার্যক্রম চলছে। এতে করে প্রচন্ড গরম আর নানা সমস্যার কারণে আমাদের শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে।

আনোয়ারা উপজেলা প্রকৌশলী জাহেদুল আলম চৌধুরী বলেন, প্রকল্পটি বাতিল করা হয়ে যাওয়ায় বি স্ট্রিম প্রকল্পের আওতায় আরেকটি প্রকল্পের মাধ্যমে বিদ্যালয় ভবন নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।

আনোয়ারা উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সানাউল্লাহ কাউছার জানান, দক্ষিণ তৈলারদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমডিএসপি প্রকল্প থেকে একটা বিদ্যালয় ভবন বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘদিন নির্মাণ কাজ শুরু না করায় শিক্ষার সার্বিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় জরুরি ভিত্তিতে একটা অস্থায়ী কক্ষ নির্মাণের জন্য এডুকেশন ইন ইমার্জেন্সি ফান্ড থেকে সহায়তার জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে ইতিমধ্যে অধিদপ্তরে আবেদন পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসৌদির নতুন গ্র্যান্ড মুফতি শেখ ড. সালেহ আল-ফাওজান
পরবর্তী নিবন্ধবিএনপি ক্ষমতায় গেলে ‘রেইনবো নেশন’ গড়বে : ফখরুল