কাজ করছিলেন ফসলি জমিতে, হঠাৎ বজ্রপাতে মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১০ মে, ২০২২ at ১০:৪১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় বজ্রপাতে জমির উদ্দিন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার বিকালে উপজেলার চন্দ্রঘোনা গুমাই বিলের কাজীর দীঘির পাশে ফসলি মাঠে এই ঘটনা ঘটে। নিহত কৃষক চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের সুফি পাড়া গ্রামের সরু মিয়ার পুত্র।

মো. ফারুক নামে স্থানীয় এক ব্যক্তি জানান, জমির উদ্দিন প্রতিদিন তার নিজের জমিতে কাজ করতে গুমাই বিলে যান। প্রতিদিনের মতো রোববার দুপুরে তিনি ধান কাটতে গেলে হঠাৎ বৃষ্টি শুরু হয়। তার কিছুক্ষণ পর বজ্রপাতে তিনি আহত হন। এ সময় একটু দূরে থাকা কৃষকসহ এলাকার কয়েকজন মিলে তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান ইদ্রিচ আজগর কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, জমির গুমাই বিলে কৃষি কাজ করেন। তার এমন মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

পূর্ববর্তী নিবন্ধদেশে আটকা পড়া প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা চালুর আহ্বান সুজনের
পরবর্তী নিবন্ধ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড যুবলীগের আলোচনা সভা