থানাগুলো পুরোদমে কার্যকর না হলেও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যদের শতভাগই কাজে যোগ দিয়েছেন। মাত্র দুজন সদস্য ছাড়া বাকি ৬ হাজার ১৬৭ জন সদস্য নির্ধারিত সময়ে কাজে যোগ দেন। বাকি দুজনের মধ্যে একজন শুক্রবার রাতে কাজে যোগ দেন। অপর একজন সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে সিএমপি সূত্র জানিয়েছে। পুলিশ সদস্যদের সবাই কাজে যোগ দিলেও অবকাঠামো, যানবাহন এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতায় পুলিশি কার্যক্রম সংকটে রয়েছে।












