চট্টগ্রাম জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেছেন, জেলা পরিষদের কাজের পরিধি অনেক ব্যাপক। প্রত্যন্ত গ্রামীণ জনপথেও উন্নয়নের ছোঁয়া লাগাতে হবে। আন্তরিকতার সাথে জেলা পরিষদের সদস্যদের মানুষের জন্য কাজ করতে হবে। আমাদেরকে কাজের মাধ্যমে তৃণমূলের মানুষের সার্বিক জীবন যাত্রার মান উন্নয়ন করতে হবে। গতকাল সোমবার সন্দ্বীপ থেকে নির্বাচিত জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য মুহাম্মদ সিদ্দিকুর রহমান সৌজন্য সাক্ষাৎ করতে এলে এটিএম পেয়ারুল ইসলাম এসব কথা বলেন। এ সময় নব নির্বাচিত চেয়ারম্যান জেলা পরিষদের সকল সদস্যদের জেলার ১৫টি উপজেলা, ১৫টি পৌরসভা, ১৯১টি ইউনিয়ন ও ১৬টি সংসদীয় আসনের জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান। উল্লেখ্য, জেলা পরিষদের ৩ নং ওয়ার্ড-সন্দ্বীপ থেকে মুহাম্মদ সিদ্দিকুর রহমান চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন। এ সময় আরো উপস্থিত ছিলেন এড. সাহাবুদ্দীন মাহমুদ, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. দিদারুল আলম, মো. সাহাব উদ্দিন, মো. ইসমাইল, মো. শাফায়েত ইসলাম রিফাত, মো. ইব্রাহিম জিল্লু, তৌহিদুল মাওলা রুবেল, বেলাল, মো. আকতার হোসেন, মো. আনোয়ার হোসেন প্রমুখ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় : গতকাল ২৪ অক্টোবর নাসিরাবাদ হাউজিং সোসাইটিস্থ কার্যালয়ে চট্টগ্রাম জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্যে সাক্ষাৎ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন চবির সাবেক সভাপতি মো. মাহবুব এলাহি, মো. এলাহী, যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল সুমন, মো. আলাউদ্দিন, সহ-সভাপতি আবুল মালেক, ঝর্ণা আক্তার, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি সদস্য সাবরিনা চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী নূরনবী প্রিন্স, রাশেদুল আলেম জিসান, মো. সেলিম, এস.এম জাফর, মো. রাশেদ চৌধুরী, মীর্জা এম.এ হোসাইন, মো. ইমতিয়াজ, আবুল হোসেন, তাহসীন আক্তার, মাহাতাব মোরশেদ, কামরুল হুদা প্রমুখ। সাক্ষাতকালে নবনির্বাচিত চেয়ারম্যান বলেন, আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে প্রাণান্তকরণ চেষ্টা করে যেকোনো মূল্যে আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারো নির্বাচিত করতে হবে।