কাজেম আলী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ২৪ মে অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলোওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. বোরহান উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাজেম আলী স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি নুরুল আবছার মজুমদার স্বপন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও আহ্বায়ক, নাগরিক ঐক্য, চট্টগ্রাম মো. রফিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন রিতুু পারভী (বৃক্ষ কন্যা) চট্টগ্রাম, ব্যবসায়ি মো. রিজওয়ানুল হক মামুন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আলমগীর। উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফুল কবির ভূঁইয়া, কলেজ কো–অর্ডিনেটর আফরোজা আকতারসহ, সকল প্রভাষক, শিক্ষক ও কর্মচারীবৃন্দ। বার্ষিক ক্রীড়া, সংস্কৃতিক, তারুণ্য উৎসব, ইসলামিক সাংস্কৃতিক, ২১ ফেব্রুয়ারি এবং ২৬ মার্চের প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মুনমুন জাহান, প্রভাষক ওসমান হোসেন তালুকদার ও শাহাদাৎ হোসেন।