আহরণ পরিবেশ উন্নয়ন স্বউদ্যোগ কার্যক্রমের আওতায় নগরীর কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির খ ও গ শাখায় গল্প আহরণ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. বোরহান উদ্দিন চৌধুরীর পৃষ্ঠপোষকতায় এবং সহকারী প্রধান শিক্ষক লুৎফুল কবির ভূঁইয়ার তত্ত্বাবধানে প্রতিযোগিতায় বিচারক হন সহকারী শিক্ষক মোহাম্মদ সোহেল।
খ শাখার ৩৮ জন এবং গ শাখার ৩৪ জন শিক্ষার্থী প্রতিযোগিতা উপভোগ করে। শিক্ষার্থীরা গোলাপ ও শাপলা দলে বিভক্ত হয়ে প্রথমে দুইবার ‘যাদুর কুড়াল’ বই থেকে নেয়া ‘সততার পুরস্কার’ গল্পটির পাঠ শোনে। এরপর স্মৃতি থেকে বলার প্রতিযোগিতায় অংশ নেয় ৬ষ্ঠ খ শাখার প্রতিযোগী মুয়াজ কালাম চৌধুরী, সৌমিত্র দাশ, তাহমিদ হাসান নাওহাশ, দেবমাল্য দাশ, মোহাম্মদ রায়াত, আয়ান আহমেদ, ইরফান উদ্দীন মাহিম, নীল ভট্টাচার্য, আহনাফ আবরার সাদাব, দেবজিত বসাক এবং ৬ষ্ঠ গ শাখার মো. মাসুম মিছবা নিহাল, মীর মো. তাফসীরুল ইসলাম, অর্ক মজুমদার, অর্জুন বড়ুয়া, আরাফাত আবির, মো. হাসিবুর রহমান তাহিম, নাবিদুল আবেদীন, আফনানুল হক চৌধুরী, আহমেদ নাবিল শাইয়াত প্রমুখ। প্রতিযোগিতায় খ শাখার শাপলা দল এবং গ শাখার গোলাপ দল বিজয়ী হয়। সঞ্চালক ছিলেন আহরণ উদ্যোক্তা শিক্ষক চৌধুরী আহসানুল করিম। প্রেস বিজ্ঞপ্তি।












