কাজেম আলী স্কুলে ৪০০ ছাত্রছাত্রীর টিকাদান কর্মসূচি

মমতাজ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশন

| মঙ্গলবার , ১ মার্চ, ২০২২ at ১০:৪৪ পূর্বাহ্ণ

মমতাজ উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর কাজেম আলী স্কুল এন্ড কলেজে গতকাল সোমবার ৪০০ জন ছাত্রছাত্রীদের টিকা প্রদান করেন সিভিল সার্জন চট্টগ্রাম কার্যালয়।এতে নগরীর সলিমা সিরাজ মহিলা মাদরাসার ছাত্রীরাও টিকা গ্রহন করেন। তাছাড়া শ’খানেক পথচারীদের টিকা দেন আলাদা বুথে। টিকা প্রদান কার্যক্রমের উদ্ধোধন করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাহাব উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী রুমেল, প্রফেসর মারুফ জামান খান, লায়ন আবু নাসের রনি, মাওলানা মুছা। সভাপতিত্ব করেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সানজিদা মোক্তার তানজিন। সমন্বয়কের দায়িত্বে ছিলেন রফিকুল ইসলাম। সিভিল সার্জন চট্টগ্রা্রমের প্রতিনিধি ছিলেন স্বাহ্যকর্মী ইলা রানী দে।

পূর্ববর্তী নিবন্ধচকবাজার ওয়ার্ডে গণটিকা কার্যক্রম
পরবর্তী নিবন্ধলাশঘরের পাহারাদার গ্রেপ্তার