কাজেম আলী স্কুলে আহরণ মেধা বিকাশের দ্বিতীয় অধিবেশন

| রবিবার , ২৮ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৮ পূর্বাহ্ণ

গল্প আহরণ প্রতিযোগিতার আওতায় পরিচালিত মেধা বিকাশ উদ্যোগের দ্বিতীয় অধিবেশন গত ২৪ ডিসেম্বর নগরীর কলেজ রোডে কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. বোরহান উদ্দিন চৌধুরী। আহরণ উদ্যোক্তা শিক্ষক চৌধুরী আহসানুল করিমের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন কবি ইউসুফ মুহম্মদ। বিচারক ছিলেন কবি রিজোয়ান মাহমুদ। শুরুতে গোলাম মোস্তফার প্রার্থনা কবিতাটি আবৃত্তি করা হয়। কিশোর নিউজ লেটার থেকে সংগৃহীত ‘টিয়া পাখির উপদেশ’ গল্পটির ভিত্তিতে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। এতে অংশগ্রহণ করে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অনিক দেব, দেবজিত বসাক, দীপান্ত ভট্টাচার্য্য, প্রাণজয় পিয়াস, আহমেদ নাবিল শাইয়াত, অরিত্র কর্মকার, সষ্মিত বড়ুয়া ও মোহাম্মদ খালিদ হোসেন।

চৌধুরী আহসানুল করিম রবীন্দ্র কাব্য থেকে নেয়া আহরণ ভাবধারা এবং আহরণ স্লোগানসমূহ উপস্থাপন করেন। এতে দীপান্ত ভট্টাচার্য্য ১ম, প্রাণজয় পিয়াস ২য় এবং আহমেদ নাবিল শাইয়াত ৩য় হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজ কেমিস্ট্রি এলামনাই’র পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধবেগম রোকেয়া দিবস উদযাপন