গল্প আহরণ প্রতিযোগিতার আওতায় মেধা বিকাশ উদ্যোগ গত ১৪ ডিসেম্বর নগরীর কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজে উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন এই উদ্যোগের পৃষ্ঠপোষক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. বোরহান উদ্দিন চৌধুরী। শুরুতে প্রার্থনা কবিতা উপস্থাপন করা হয় এবং শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন কবি ইউসুফ মুহম্মদ ও রিজোয়ান মাহমুদ। শিক্ষার্থীরা ওসেতীয় রূপকথা ‘কোনটা বেশি দামী’ গল্পটি বলার মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ৬ জন শিক্ষার্থী দ্বীপান্ত ভট্টাচার্য্য, অনিক দেব, আহমেদ নাবিল শাইয়াত, সস্মীত বড়ুয়া, সৌমিত্র দাশ ও দেবজিৎ বসাক প্রতিযোগিতায় যোগ দেয়। প্রতিযোগিতায় দ্বীপান্ত ভট্টাচার্য ১ম স্থান, অনিক দেব ২য় স্থান এবং সৌমিত্র দাস ৩য় স্থান অধিকার করে। অনুষ্ঠানের সঞ্চালক আহরণের উদ্যোক্তা শিক্ষক চৌধুরী আহসানুল করিম রবীন্দ্র কাব্য থেকে নেয়া আহরণ ভাবধারা এবং আহরণ স্লোগান উপস্থাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।












