নগরীর বিশিষ্ট সমাজসেবক কাজী গোলাম আহাদ (কিউ জি আহাদ)-এর নামে একটি সড়কের নামকরণ ফলক উন্মোচন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান গত ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে।
কাজী গোলাম মুঈনউদ্দিন ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। ফলক উন্মোচন শেষে মেয়র বলেন, কাজী গোলাম আহাদ ছিলেন একজন মানবিক ও সমাজসেবামূলক চেতনায় উদ্বুদ্ধ মানুষ। এলাকার উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ড এবং মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর নামে এই সড়কের নামকরণ নতুন প্রজন্মকে সমাজের জন্য কাজ করতে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হিলভিউ আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি এম এ বকর, মিমি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সালাউদ্দিন কায়ছার লাভু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা বেলাল হোসেন প্রমুখ। শেষে কাজী গোলাম আহাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











