জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা, কাজী আরেফ আহমেদ এবং দক্ষিণ জেলা জাসদের সাবেক অ্যাড. আবুল কালাম আজাদ স্মরণসভা গতকাল মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে জাসদের উদ্যোগে অনুষ্ঠিত হয়। মহানগর জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মঈনুল আলম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাসদ নেতা আহমদ শরীফ মনির। প্রধান বক্তা ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আহমদ হোসেন নিযামী। বিশেষ অতিথি ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, জাসদের সাবেক কেন্দ্রীয় নেতা সুযশময় চৌধুরী। বক্তব্য রাখেন হাসান শহীদ রানা, আনিসুর রহমান, ইঞ্জিনিয়ার ইয়াকুব মুন্না, রেজাউল করিম আগ্রাবাদী, আশরাফ খান, আব্দুল্লাহ মোহাম্মদ তাওসিন, মো. রাসেল, মো. ওয়াজিউল্লাহ সাহাবুদ্দীন, মো. সাইফুদ্দীন, অ্যাড. ইয়াসিন মো. তানজিন প্রমুখ। সভায় বক্তারা বলেন-মুক্তিযুদ্ধের চেতনায় শোষণমুক্ত অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার মাধ্যমে কাজী আরেফ আহমেদ ও অ্যাড. আবুল কালাম আজাদের আদর্শ বাস্তবায়ন করতে হবে।












