নগরীর কাজীর দেউড়ির এম এ আজিজ স্টেডিয়াম এলাকার একটি রেস্টুরেন্ট থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পতেঙ্গা থানা শাখার সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম ইশমাম শাহরিয়ার। গতকাল দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী থানার ওসি মো. আব্দুল করিম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, কুক–আউট নামের রেস্টুরেন্ট থেকে ইশমাম শাহরিয়ার নামে পতেঙ্গা থানা ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র–জনতার উপর হামলার ঘটনায় তিনি জড়িত। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।