কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস সনদধারীরা এখন থেকে বিয়ের রেজিস্ট্রার বা কাজি হতে আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। সরকার আইন সংশোধন করে তাদের এ পদটিতে আবেদন করার সুযোগ উন্মুক্ত করেছে বলে জানিয়েছেন তিনি। খবর বিডিনিউজের।
গতকাল রোববার দুপুরে নিজের ফেইসবুক পোস্টে আইন উপদেষ্টা লেখেন, ‘এখন থেকে কওমি মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন। আগে এই সুযোগ আলিম সনদধারী ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ ছিল। আইন মন্ত্রণালয় এই সুযোগ বাড়ানোর জন্য আইন সংশোধন করেছে। আজ থেকে কওমি মাদ্রাসার স্বীকৃত বোর্ড থেকে দাওরায়ে হাদিস সনদধারী ব্যক্তিরাও এই পদে আবেদন করতে পারবেন।’












