কাজির দেউড়ি বাজারের ১৫ ব্যবসায়ীকে অর্থদণ্ড

অতিরিক্ত মূল্য ও ওজনে কারচুপি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৬ নভেম্বর, ২০২০ at ৭:০০ পূর্বাহ্ণ

নগরীর অভিজাতদের বাজার হিসেবে খ্যাত কাজির দেউরি বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে টানা তিন ঘন্টা পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক। অভিযানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও ওজনে কারচুপি করে ক্রেতা ঠকানোর অভিযোগে ১৫ সবজি ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডিত ব্যবসায়ীরা হলো, মিজান মিয়া, রিমন আহমেদ, আবু জাফর, আজিজ মিয়া, হারাধন দত্ত, মো. জাহিদ, মো.আলমগীর, আবদুস সবুর, আজম আহমেদ, জয়নাল আবেদীন, নাসির মিয়া, মানিক মিয়া, মিল্টন মিয়া, শরীফ ও মিন্টু। তাদের সবমিলিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, অভিযানে এসে আমরা দেখতে পাই, সবজি ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছেমতো দামে সবজি বিক্রি করছেন। একই সবজি একেক দোকানে একেক দাম। মূল্য তালিকা টাঙানো বাধ্যতামূলক হলেও বাজারের ব্যবসায়ীরা তা মানেন না। প্রায় সবাই আড়ত থেকে আনা সবজির ক্রয় রশিদ দেখাতে পারেনি। দাম বৃদ্ধির পাশাপাশি ওজনে কারচুপি করছেন অনেকে। ডিজিটাল নিক্তির মাধ্যমে ওজন মাপা হলেও সেখানেও বিভিন্ন কায়দায় ওজনে কম দেয়া হয়। অনেকের ডিজিটাল নিক্তি বিএসটিআই কর্তৃক সার্টিফাইডও নয়। এসব অনিয়মের কারণেই তাদের অর্থদণ্ড দেয়া হয়েছে। তিনি বলেন, ‘অভিযানের সময় কয়েকজন ক্রেতা অভিযোগ করেন, বাজারভেদে সবজির দাম ভিন্ন হয়। দামের ব্যবধানও অনেক বেশি। ১ কেজি মরিচ এক দোকানে ১৫০ টাকা অন্য দোকানে ২০০ টাকা, ১ কেজি টমেটোর দাম ১০০ টাকা, অন্য দোকানে ১৪০ টাকা। তবে ব্যবসায়ীরা একে অন্যকে দোষারোপ করেন।’

পূর্ববর্তী নিবন্ধতাঁত শিল্পের বিকাশে মনোযোগী হতে হবে
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু