কারও মধ্যে কথা কাটাকাটি, কেউ বা রাগ, কারও আবার মন খারাপ! কাজিনদের সম্পর্কের নানান বাঁক। আনন্দ–হাসি–ঠাট্টা, টুকরো অভিমান, কিছু টানাপোড়ন, সংশয় আর দ্বন্দ্বের গল্প ‘পুনর্মিলনে’। সিনেমায় প্রথমবাররে মত জুটি বাঁধতে চলেছে চিত্রনায়ক সিয়াম আহমেদ ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ। দেশের একটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে গতকাল মুক্তি পেয়েছে ‘পুনর্মিলনে’। ছোট পর্দায় ও ওটিটিতে এখন নিয়মিত মুখ তাসনিয়া ফারিণ। নিজ অভিনয় গুণে দর্শকদের মনে পৌঁছে গেছেন তিনি। ‘পুনর্মিলনে’ প্রসঙ্গে ফারিণ বলেন, ‘পুনর্মিলনে’র গল্প পড়ার পর দ্বিতীয়বার ভাবতে হয়নি। নিজেকে গল্পের অংশ মনে হয়েছে। সিয়াম ভাইয়ের সঙ্গেও প্রথম কাজ করা হলো। তিনি খুব বিচক্ষণ মানুষ।
ফারিণের সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা নিয়ে সিয়াম বলেন, ফারিণ দারুণ গুণী একজন অভিনেত্রী। তার সাথে স্ক্রিন শেয়ার করে যার পরনাই আনন্দিত। আরিয়ান আরও বলেন, সাধারণত কাজিনদের বন্ধুত্বের গল্প পর্দায় উঠে আসে না। তাই এটা নিয়ে কাজ করা। আমার বিশ্বাস ছবিটি দর্শককে নস্টালজিক অনুভূতি দেবে।
সিনেমায় আরও অভিনয় করেছেন শাশ্বত দত্ত, নূর ইমরান মিঠু, তাজনূভা জাবীন, নওবাস তাহিয়া, দীপ্ত দে, জান্নাতুল ফেরদৌস কাজল, টুনটুনি হামিদ, মানস বন্দ্যোপাধ্যায়, শোয়েব মনির, হামিদুর রাহমান, গোলাম ফরিদা ছন্দা, মালা ভট্টাচার্য্য প্রমুখ।








