উনিশতম কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসবের জন্য মনোনীত হয়েছে বাংলাদেশে গণ–অর্থায়নে নির্মিত সিনেমা ‘সাঁতাও’। রুশ ফেডারেশনের তাতারস্তানের রাজধানী কাজানে আগামী ৫ থেকে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় চলচ্চিত্র উৎসবের ‘রাশিয়া– দ্য ইসলামিক ওয়ার্ল্ড’ বিভাগে প্রদর্শিত হবে খন্দকার সুমন নির্মিত সিনেমাটি। তাতারস্তানের প্রেসিডেন্ট রুস্তম মিনিখানভ এবং রাশিয়ার সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ১৯তম কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসব হবে। খবর বিডিনিউজের।
এ বছর ‘রাশিয়া–দ্য ইসলামিক ওয়ার্ল্ড’ বিভাগে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তুরস্ক, রাশিয়া ও উজবেকিস্তানের দশটি সিনেমা মনোনীত হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা সুমন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আনন্দের সংবাদের সাথে আরও একটি সংবাদ যোগ করতে চাই। ‘সাঁতাও’ চলচ্চিত্রটি শিগগিরই ‘ওটিটি’ প্লাটফর্মে মুক্তি পাবে। কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্টির সুখ–দুঃখ, হাসি–কান্নায় গল্প চলচ্চিত্রের পর্দায় হাজির করেছে চলচ্চিত্র ‘সাঁতাও’। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল, ফজলুল হক।
অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সালাউদ্দিন, সাবেরা ইয়াসমিন, স্বাক্ষ্য শাহীদ, শ্রাবণী দাস রিমি, তাসমিতা শিমু, মিতু সরকার, ফারুক শিয়ার চিনু, আফ্রিনা বুলবুল, রুবল লোদী, কামরুজ্জামান রাব্বী, আব্দুল আজিজ মন্ডল, বিধান রায়, জুলফিকার চঞ্চল, বিনয় প্রসাদ গুপ্ত, সুপিন বর্মণ, রেফাত হাসান সৈকত, আব্দুল্লাহ আল সেন্টু, আলমগীর কবীর বাদল, রবি দেওয়ান, দীনবন্ধু পাল, হামিদ সরকার, মো. হানিফ রানা, আকতার হোসেন, আজিজুল হাকিম শিউস, সাইফুল ইসলাম লিটন, রাসেল তোকদার, মজনু সরকার, আবু কালাম, সিদ্দীক আলী, সুজন মাহমুদ, তাহসিনা আকতার তন্বী, নিশাত তাহিয়াত মিমন এবং তিস্তাবাজারের এলাকাবাসী।
‘সাঁতাও’ চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন খন্দকার সুমন। সহকারী পরিচালক ছিলেন শ্যামল শিশির, সুপিন বর্মণ ও মাসুদ রানা নকীব। সম্পাদনা করেছেন সুজন মাহমুদ, শব্দ গ্রহণে ছিলেন নাহিদ মাসুদ, চিত্রগ্রহণে ছিলেন সজল হোসেন, ইহতেশাম আহমদ টিংকু ও খন্দকার সুমন।












