কাজল ফুটবল একাডেমি পাইওনিয়ার দলের অনুশীলন শুরু

| মঙ্গলবার , ৪ জানুয়ারি, ২০২২ at ১:২২ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত পাইওনিয়ার ফুটবল লিগে অংশ নিতে অনুশীলন শুরু করেছে কাজল ফুটবল একাডেমি। গতকাল বিকেলে পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে শুরু হয়েছে দলের অনুশীলন। অনুশীলনের উদ্বোধন করেন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শ্যামল মজুমদার, ক্লাবের সভাপতি আবদুস সাকি চঞ্চল, সাধারন সম্পাদক মারুফ ই মঞ্জুর শাহি, উত্তর আম বাগান ভাঙ্গা পোল সমাজ কল্যান পরিষদের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর। অতিথিবৃন্দ পরে আনুষ্ঠানিকভাবে অনুশীলনের উদ্বোধন করেন। তারা আশা করেন পাইওনিয়ার ফুটবল লিগে ভাল ফল করবে কাজল ফুটবল একাডেমি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় উন্মুক্ত ফুটবল টুর্নামেন্টে সকার ক্লাব চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধদ্বিতীয় বিভাগ ফুটবল লিগের সুপার ফোর পর্ব আজ শুরু